খুব সহজে খুলে নিন আপনার জি-মেইল অ্যাকাউন্ট। (Create a New Gmail Account)

how to create gmail account, create gamil account, create new email account,sign in gmail,gmail sign in add account,gmail account login,mail login,


আজ আপনাদের বলবো, কি ভাবে খুব সহজে আপনার একটি Gmail Account খুলবেন। প্রথমে আমরা জানবো Gmail Account কি? Gmail Account হলো একটি Google এর Mail Account । একটি Gmail Account খোলার আগে আপনাকে জানতে হবে যে এই Gmail Account দিয়ে আপনি কি করবেন। 

একটি Gmail Account দিয়ে আপনি Google এর অনেক ফিচার ব্যবহার করতে পারেন। যেমন আমরা বলতে পারি, ইউটিউব(YouTube) গুগল প্লে স্টোর(google play store), গুগল ম্যাপ(map), গুগল ড্রাইভ(drive), গুগল ফটো(photos), গুগল ব্রাউজার(google chrome), গুগল প্লাস(google+)।
 
গুগল এর ফিচার;

how to create gmail account, create gamil account, create new email account,sign in gmail,gmail sign in add account,gmail account login,mail login,


সুতরাং আমরা বলতে পারি , একটি Gmail Account থাকলে আমরা ইউটিউব(YouTube) অ্যাকাউন্ট খুলতে পারি, প্লে-স্টোর(play store) থেকে মোবাইল এর জন্য বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে উপভোগ করতে পারি, গুগল ড্রাইভ(drive) এ আমাদের বিভিন্ন ফাইল রাখতে পারি। 

গুগল ম্যাপ(map) ব্যবহার ছাড়াও আরও অনেক কিছু ব্যবহার করেতে পারি। অতএব, আর কথা না বাড়িয়ে আমারা দেখে নিবো কি ভাবে খুব সহজে একটি  Gmail Account তৈরী করতে হই ।

গুগল সার্চ:

একটি Gmail Account খোলার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবে  একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ল্যাপটপ এ গুগল ক্রোম(Google Chrome) ব্রাউজার ব্যবহার করি তাই আপনাদেরকে এই ব্রাউজার থেকে দেখাবো।

 আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থাকে যে কোনো ব্রাউজার যেমন, গুগল ব্রাউজার(Google Chrome), ফায়ারফক্স(Mozilla Firefox), অপেরামিনি(Opera-mini) বা সাফারি(Safari)। তারপর Google Search বার এ গিয়ে টাইপ করবেন gmail.com


how to create gmail account, create gamil account, create new email account,sign in gmail,gmail sign in add account,gmail account login,mail login,
 

এরপর আপনার ডিভাইসে,  নিচে দেখানোর মত একটা উইন্ডো বা পেজ আসবে। এখন আপনি  Email or phone এই বক্স এ আপনি কিছুই লিখবেন না। কারন, আপনার আগে যদি আর কোন Gmail account থাকে তাহলে সেই Gmail account টি দিতে হবে।


সুতরাং আপনি একটু নিচে গিয়ে  Create account লেখাটাতে  Click করবেন। এখন Create accountClick করার পর আপনার সামনে দুটো Option  আসবে।

                   ১. For myself  এবং
                   ২. To manage my business


For myself এই অপশনের মানে হলো Gmail Account টি শুধু মাত্র আপনি আপনার নিজের কাজে জন্য ব্যবহার করতে পারবেন। যেমন, আপনি কোন চাকরির জন্য অনলাইনে আবেদন করতে গেলে আপনার নিজস্ব একটা Email Account  দরকার হই । 

To manage my businesএই অপশনের মানে হলো Gmail Account টি শুধু মাত্র আপনি আপনার ব্যবসার কাজে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনারা আপনাদের নিজের কাজে ব্যবহার করবেন তাই আপনারা For myself  এ Click করবেন। 

নাম, ইউজার নাম এবং পাসওয়ার্ড: 

এখন  For myself Click করার পর একটি উইন্ডো  ওপেন হবে। এখানে আপনি নাম , ইউজার নাম  এবংপাসওয়ার্ড  এর কিছু বক্স দেখতে পাবেন।



এই উইন্ডো বা পেজে  প্রথমে আপনার First name টা বসাতে হবে। তারপর আপনার  Last name টা বসাতে হবে। এবার আপনার Username টা দিতে হবে। আপনার Usernameগুলো সাধারণত বিভিন্ন অক্ষর (litter) নাম্বার (number) পেরিওড(periods) হতে হবে

তবে এখানে মনে রাখতে হবে আপনার Username ইউনিক হতে হবে। অথবা আপনার Usernameনিচে Google কিছু নাম Suggest করবে। আপনি ঐ নাম গুলো পছন্দ মত  ব্যবহার করতে পারেন। সেটা যদি না হয় তা হলে আপনার First name   ও  Last name  এর সাথে কিছু নাম্বার যোগ করতে পারেন।

তারপর password বক্সে আপনার ইচ্ছামত একটা passwordদিবেন। তবে এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে passwordটি  সংখ্যার বেশি হতে হবে এবং এখানেও অক্ষর(litter), নাম্বার(number), সংকেত(Symbole)  ব্যবহার করতে হবে। 

তারপর আপনার সেই  passwordটি confirm এর জন্য আবার টাইপ করুন। কারন passwordদুটি একই হতে হবে। যদি  password দুটি একই না হয় তাহলে  passwordবক্স এর নিচে লাল হয়ে  error দেখা যাবে।
 
এরপর  passwordবক্স এর নিচে যে "Show password" বক্স আছে এটাকে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন এবং দেখবেন যে আপনার  passwordএবং confirm দুটি ঠিক আছে কিনা। ঠিক আছে দেখে নেওয়ার পর আপনি চাইলে টিক চিহ্নটি উঠিয়ে দিতে পারেন। এরপর NextClick করুন।




ভেরিফিকেশন:

তারপর ভেরিফিকেশনের জন্য একটা উইন্ডো বা পেজ ওপেন হবে। এই উইন্ডো বা পেজে Phone number, Recovery email address, Date of birth এবং Gender এর কিছু বক্স দেখা যাবে। এই  বক্সে ইনফর্মেশন দিয়ে ভেরিফিকেশন করা হয়।




প্রথমে যে Phone number বক্সটা আছে এই বক্সেই আপনার ফোন নাম্বার টা দিবেন। আপনার Phone number টি দেওয়ার আগে আপনার দেশ(Country) সিলেক্ট করে নিবেন। আপনার দেশের(Country) পাসে আপনার দেশ কোড(Country Code) আছে। তারপরPhone number টি দিবেন।

তারপর আপনি Recovery email address এই বক্স যাবেন। এখানে একটি Email id দিতে হবে। সেটার কাজ হলো আপনার ইমেইল কোন ভাবে হারিয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে এই ইমেইল দিয়ে আপনার ইমেইল ফিরিয়ে আনতে পারবেন।

এরপর আপনার Date of birth এবং আপনার Gender লিখতে হবে। Gender মানে আপনি পুরুষ না মহিলা না উভাই লিঙ্গ সেটা সিলেক্ট করে দিতে হবে। উপরে যে লাল বক্স আছে সেটা অবশ্যই পুরুন করতে হবে । তারপর Next বাটন Click করতে হবে।

Next বাটন Click  করার পর আপনার সেই Phone number এ একটি ভেরিফিকেশন কোড যাবে । কোডটি ৬ সংখ্যার হবে। আপনি কোড দিয়ে ভেরিফিকেশন করতে পারেন অথবা পরেও করতে পারেন। আমি Phone number  ভেরিফিকেশনটি পরে করে নিবো।

গুগল এর কিছু শর্ত: 

এরপর আপনি গুগল এর কিছু Privacy and Terms দেখবেন। এই গুলো সব পড়ে মেনে নিয়ে একটু নিচে গিয়ে দেখবেন একটি I Agree বাটন আছে। তারপর আপনি এই I Agree বাটনে একটি Click দিবেন।

তারপর একটা লোডীং এর মত করে আপনার Gmail Accountটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে একটা Welcome দেখাবে । তারপর আপনি একটু নিচে দেখবেন একটা Next বাটন আছে। এখন আপনি পর পর ৩টা Nextবাটন Click  করবেন। 

তারপর আপনার Gmail টি ব্যবহারের উপযোগী করার জন্য Go to Gmail এ Click  করুন হয়ে গেলে আপনার একটি নিজের গুগল অ্যাকাউন্ট ।


📢📢 আমাদের পরবর্তী পোস্ট দেখাবো " কি ভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ করবেন। ( How to Secured your Gmail Account )" এইরকম সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।আল্লাহ হাঁফেজ ।  

Post a Comment

0 Comments