ব্লগার কি
ব্লগার কি, জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ব্লগ কি? ব্লগ হলো একটি ওয়েবসাইট। যেখানে আমরা আমাদের সব চিন্তা ভাবনা গুলো লেখার মাধ্যমে নিয়মিত প্রকাশ করতে পারি। আর আমাদের এই লেখা, পোস্টিং, লিং করা এবং শেয়ার করার প্রক্রিয়া গুলো ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়েবসাইটে সাজানোকে ব্লগিং বলে।
ব্লগার হলো এমন একজন ব্যক্তি যিনি একটি ব্লগ চলান এবং সেই ব্লগের সব কিছু নিয়ন্ত্রন করেন। একজন ব্লগারের লক্ষ্য হলো তিনি বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করবেন এবং তার জ্ঞান একে-অন্যের সাথে শেয়ার করবেন। ব্লগার হলো Google এর একটি ওয়েবসাইট। যেখানে আমরা Domain ও Hosting ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারি।
কি ভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট খুলবো
আজ আপনাদের বলবো কি ভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট খুলতে হই। আমরা জানি একটি ব্লগার ওয়েবসাইট দিয়ে খুব সহজে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করবো কি ভাবে ? আমরা জানি ব্লগার হলো Google এর এর একটি ওয়েবসাইট । তাই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি।
বিঃদ্রঃ: ব্লগারে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে এবং জিমেইলটি আপনার ব্রাউজারে যোগ করে রাখতে হবে।
যদি আপনার কোন জি-মেইল না থাকে তাহলে "খুলে নিন খুব সহজে আপনার জি-মেইল অ্যাকাউন্ট" এই পোস্ট এ ক্লিক করে খুব সহজে আপনার একটি জি-মেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিবো কি ভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা নিচে সেগুলো কয়েকটি ধাপে ধাপে বর্ণনা করবো।
সার্চ অপশন
ব্লগার অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনারা যে কাজটি করবো সেটা হলো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কনো একটি ব্রাউজার ওপেন করবেন। যেমন, গুগল ক্রম(Google Chrome), মোজিলা ফাইর ফক্স(Mozilla Firefox), অপেরা মিনি(Operamini) বা সাফারি(Safari) আমি সাধারনত গুগল ক্রম(Google Chrome) ব্রাউজার ব্যবহার করি তাই আপনাদেরকে এটা থেকেই দেখাবো।
প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো। তারপর সার্চ বার এ গিয়ে টাইপ করবো bloggerএর পর আমরা অনেক গুলো ওয়েবসাইট সংমিলিত একটি পেজ দেখতে পাবো। সেখান থেকে আমরা সর্ব প্রথম যে ওয়েবসাইট দেওয়া থাকবে সেটাতে একটি ক্লিক করবো।
আপনার ব্লগ তৈরী করুন
এরপর আপনার নিচে দেখানোর মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে এই পেজের ঠিক ডান পাশে SIGN IN নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এখানেও ক্লিক করতে পারেন আপনার ব্লগ তৈরী করার জন্য। অথবা আপনি CREATE YOUR BLOG নামে একটি হলুদ বক্স দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে আমি আপনাকে বলবো CREATE YOUR BLOG এই অপশন এ ক্লিক করার জন্য
আপনার গুগল অ্যাকাউন্ট সাইন ইন করুন
এরপর আপনার ব্রাউজারে নিচে দেখানোর মত একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনার জি-মেইল গুলো শো করবে( যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট থাকে)। এখন আপনার একটি জি-মেইল সিলেক্ট করতে হবে যেটিতে আপনি আপনার ব্লগার অ্যাকাউন্ট তৈরী করবেন। তারপর আপনার সেই জি-মেইল অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন।
আপনার ব্লগের নাম
এরপর আপনার সামনে একটা উইন্ডো ওপেন হবে। আমরা ব্লগ নাম এই ধাপকে আরো ৩টা ধাপে ভাগ করে নিয়েছি । যেমন, Step-1, Step-2, Step-3। এখন Step-1 এ আমরা আমাদের ব্লগের একটি নাম সেট করবো এই title বক্স এর ভিতরে। আমাদের নামটি অবশ্যই ১০০অক্ষরের মধ্যে হতে হবে। যেমন আমি আমার ব্লগের নাম দিয়েছি freetips422 আপনাকে অন্য একটি নাম ব্যবহার করতে হবে। আপনি চাইলে স্কিপ করতে পারেন।
Step-2 তে আপনার ব্লগের URL বা web address দিতে হবে। এই URL হলো যে ভাবে লোকজন আপনাকে অনলাইনে সার্চ করে খুজে পাবে। যেমন, "www.google.com"। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার Address টি ইউনিক হতে হবে। তারপর আপনার Address টি লিখবেন। যদি আপনার এড্রেস যথাযথও না হয় তাহলে একটা মেসেজ শো করবে ("sorry, this blog address is not available.")
Step-3 তে আপনার ব্লগের একটি ডিসপ্লে নাম দিতে হবে। যে নামটি আপনার ব্লগের যেসব ভিউয়ার আছে তারা দেখতে পারবে। এই ডিসপ্লে নামটিও ২০০ অক্ষরের মধ্যে হতে হবে। তারপর নিচে যে FINISH বাটন আছে সেটিতে ক্লিক করবেন।
আপনার ব্লগার অ্যাকাউন্ট
এরপর আপনার ব্রাউজারে নিচে দেখানোর মত একটি নতুন উইন্ডো ওপেন হবে। এই নতুন পেজটি হলো আপনার ব্লগারের হোমে পেজ। এখানেই তৈরী হয়ে গেলো আপনার ব্লগার ওয়েবসাইট। এখন আপনার ব্লগার সাইট দেখতে চাইলে বাম পাশে যে মেনু গুলো আছে তার একটু নিচে গিয়ে দেখবেন View blog নামে একটি অপশন আছে। আপনি এখানে একটি ক্লিক করবেন।
এখন View blog এ ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেটি হলো আপনার ব্লগারের হোম পেজ। যদিও আপনি কোন পোস্ট দেখতে পাবেন না। কারন আপনার ব্লগারে আপনি কোন পোস্ট করেন নাই তাই সেখানে কিছুই শো করবে না। এখন আপনি চাইলে আপনার ব্লগারে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন।
কি ভাবে ব্লগারে পোস্ট করবেন
এখন আপনার ব্লগার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভাবে তৈরী হয়ে যাওয়ার পর আপনি আপনার ব্লগারে একটি পোস্ট করতে পারেন। পোস্ট করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো বাম পাশে মেনু গুলোর ঠিক উপরে +NEW POST নামে যে বক্স আছে ওখানে ক্লিক করবেন।
এখন +NEW POST এ ক্লিক করার পর আপনার সামনে নিচে দেখানোর মত একটি উইন্ডো ওপেন হবে। প্রথমে আপনি Title লেখা নামে যে জায়গাটি দেখবেন ঐখানে আপনি আপনার পোস্টের একটি নাম দিবেন। মানে আপনার পোস্ট যে বিষয়ে লিখতে চান তার একটি নাম দিবেন। তারপর নিচে যে সাদা অংশ দেখবেন সেখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনার পোস্ট লিখবেন। এখন সব কিছু শেষ হলে ডান পাশে যে Publish বাটন আছে ওখানে একটি ক্লিক করবেন। হয়ে গেলো আপনার পোস্ট করা।
থিম পরিবর্তন
এখন Theme এ ক্লিক করার পর নিচে দেখানোর মত একটি উইন্ডো ওপেন হবে। এখানে CUSTOMIZE নামে আপনি একটি হলুদ বক্স দেখতে পাবেন। এই হলুদ বক্সের ভিতরে আপনি একটি অ্যারো চিহ্ন দেখতে পাবেন। তারপর আপনি এই অ্যারো চিহ্ন একটি ক্লিক করবেন।
এখন ওখানে ক্লিক করার পর আপনার সামনে নিচে দেখানো ছবির মত (step-1) কিছু অপশন আসবে। আপনি এখন ওখানে Restore নামে যে অপশনটি দেখতে পাবেন ঐখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে Restore এর কিছু মেসেজ শো করবে (step-2)। ঐ মেসেজের মানে হলো "আপনি আপনার কম্পিউটারের একটি ফাইল থেকে একটি থিম আপলোড করতে পারেন "। এখন আপনি UPLOAD এ ক্লিক করে আপনার থিম আপলোড করে দিবেন।
এখন তৈরী হয়ে গেলো আপনার একটি নতুন ব্লগার অ্যাকাউন্ট। এতক্ষন আমাদের এই পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম সব নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ্ হাফেজ।
0 Comments